নিজস্ব প্রতিবেদক : গত ২৫ অক্টোবার রাজধানীর মিরপুর ব্লক-সি, রোড-১২, আনুমানিক রাত ৮টার সময় বুশরা নামের ৯বছরের একটি শিশু হারিয়ে যায়, পরে তার পরিবারের লোকজন পল্লবী থানায় একটি সাধারন ডায়েরী করে, সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন পত্র পত্রীকায় সংবাদটি প্রচার করা হলে ৩১ অক্টোবার পুলিশ জানতে পারে যে বুশরা রাজধানীর সূত্রাপুর গেন্ডারিয়া থানাধিন নিজের বড় বোনের বাসায় রয়েছে সেই তথ্য পেয়ে
আরও পড়ুন : মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রুপনগর শাখার শুভ উদ্বোধন!
পুালিশ সাথে সাথে ছুটে যায় সূত্রাপুর গেন্ডারিয়া থানা পরে বুশরার কাছ থেকে জানতে পারে তার ফুপাতো বোনের অত্যাচার সয্য না করতে পেরে সে নিজের বড় বোনকে ফ্লেক্সিলোডের দোকান থেকে মুঠোফোনে পুরো ঘটনা যানালে তার বোন তাকে নিজের সাথে নিয়েযায়।
আরও পড়ুন : মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রুপনগর শাখার শুভ উদ্বোধন!
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ বলেন গত ২৫ অক্টোবার আমাদের কাছে বুশরার ফুপু মিলি অভিযোগ করেন সেই অভিযোগ এর সূত্র ধরে আমরা ততনগ্দ ব্যাবস্থা নেই পরে ৩১ অক্টোবার বুশরার ফুপুর কাছে তার বড়বোন মুঠোফোনে কল করে যানায় তার বোনকে তোদের না যানিয়ে তাকে নিয়ে যায় তখোন আমরা পুরো ঘটনা যানার জন্য সহকারী উপ পরিদর্শক (এএসআই) কাওসারকে রাজধানীর সূত্রাপুর গেন্ডারিয়া থানা অতিধিন তার বড় বোনের কাছে পাঠালে তার বোন বলে আমার ছোটবোন বুশরার সাথে আমার ফুপাতোবোনরা খুবি অত্যাচার করতো সেটা সয্য না করতে পেরে
সে গত ২৫ অক্টোবার আমাকে ফ্লেক্সিলোডের একটি দোকান থেকে মুঠোফোনে কলদিয়ে পুরো ঘটনাটি খুলে বলে আমি তা শুনে তাকে আমার সাথে নিয়ে এসেছি।
সে সব ঘটনাকে বিবেচনা করে আমরা বুশরাকে তার বড়বোনের কাছে বুঝিয়েদিয়েছি।
আরও পড়ুন : মিরপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রুপনগর শাখার শুভ উদ্বোধন!