23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

অবশেষে বলিউডে বাঁধন

বিনোদনঅবশেষে বলিউডে বাঁধন
খবরটি শেয়ার করুন

বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া-তে’ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন।

যে নির্মাতার হাত ধরে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো ব্যবসাসফল হিন্দি সিনেমা নির্মাণ হয়েছে। সেই পরিচালকের লোভনীয় প্রস্তাব একই কারণে প্রত্যাখ্যান করেছেন এই দুই লাক্স তারকা। কিন্তু মীম-মেহজাবিন না করলেও এই সুযোগ লুফে নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি ছবি শেয়ার করে নির্মাতা নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে ‘হ্যাশট্যাগখুফিয়া’ যুক্ত করে বিশাল ভরদ্বাজ লিখেছেন, বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প তুলে ধরা হবে।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর ‘খুফিয়া’র একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা আলী ফজলকে। এছাড়া ডেসক্রিপশনে রয়েছে অভিনেত্রী টাবু ও ওয়ামিকা গাব্বির নাম।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x