স্বামীর বাড়ি থেকে নিখোঁজের ৫১ দিন পর মাটিচাপা দেয়া অবস্থায় হোসনা বেগম নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে পুলিশ আবাদি জমিতে মাটিচাপা দেওয়া লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তার লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোসনার স্বামী আনারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার দেওয়া তথ্যে কালো কাপড় পরানো অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের সন্তোষপুর আকন্দপাড়ায়।
এর আগে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় হোসনার স্বামী আনারুল হক ও তার মা আনোয়ারা বেগমের নামে লিখিত অভিযোগ দায়ের করেন হোসনার বাবা হাসমত আলী।