12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

অসহায় মানুষের কল্যানে সারাজীবন কাটিয়েছেন সুলতান সরদার

রাজনীতিঅসহায় মানুষের কল্যানে সারাজীবন কাটিয়েছেন সুলতান সরদার
খবরটি শেয়ার করুন

‘মানব সেবাই বড় ধর্ম’। পৃথিবীর সকল ধর্মেই এই কথা ব্যক্ত করা হয়েছে। মানবসেবায় নিজের সত্ত্বাকে পুরোপুরি বিলিয়ে দেওয়া মানুষের সংখ্যা হাতেগোনা। আদি ইতিহাসে মহৎপ্রাণ মানুষ ছাড়া সাধারণ কাউকে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসতে দেখা যায় নি।

তবে সময়ের সাথে সাথে এমন অনেক মানুষের সন্ধান মিলেছে। তাদেরই একজন রাজধানী মিরপুর ১১ নং বাউনিয়াবাধ এলাকার স্থায়ী বাসিন্দা আলহাজ্ব মোঃ সুলতান সরদার,সারাজীবন কাটিয়েছেন অসহায় মানুষের কল্যানে ।

মানুষের সাহায্যে কিভাবে নিজেকে বিলিয়ে দেওয়া যায় সে চিন্তাই ঘুরপাক খেত সুলতান সরদারের মনে। তবে চিন্তাতেই আবদ্ধ থাকেন নি তিনি। বাস্তবেও তার যথার্থ প্রয়োগ করেছেন এবং করছেন।

সুলতান সরদার বাউনিয়াবাধ ইসলামীয়া আলিম মাদ্রাসার সভাপতি পদে নিয়োজিত আছেন তাছাড়া বাউনিয়াবাধ প্লট মালিক সমিতির সাধারন সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবলীগ এর কার্যনির্বাহী সদস্য।

এ নেতা শুধু বাউনিয়াবাধ এলাকায় নয় গোটা মিরপুর জুড়েই রয়েছে তার সুখ্যাতি। সুলতান সরদার দেশের যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে মিরপুরে এলাকার বাসিন্দাদের পাশে থেকেছেন। তিনি ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আল্লহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপির খুবিই কাছের এরকজন মানুষ এই করোনার মাঝেও এলাকার অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

সুলতান সরদার থেকেছেন এলাকাবাসীর সকল বিপদে আপদে। শুধু যে এলকাবাসীর মাঝে তা নয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সবখানেই প্রিয় মানুষ এই নেতা। আর এই জনপ্রিয়তাই কাল হয়ে দাড়িয়েছে তার জন্য।

কিছু স্বার্থনেষী মহল বিভিন্ন দৈনিক পত্রিকার মাধমে বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছেন। সুলতান সরদার বলেন গত ২৪ জুন একটি নামকরা দৈনিক পত্রিকাতে আমাকে নিয়ে কিছু মনগড়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক সংবাদ প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ন বানোয়াট ও ভিত্তিহীন যার কোন প্রমান তাদের কাছে নেই, তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। রাজনীতি করি শত্রু থাকাটা অস্বাভাবিক নয় মোটেও।

তিনি আরও বলেন আমি অন্যায় কোন কাজ করলে সেটা অবশ্যই তথ্য উপাত্ত নিয়ে লেখা একজন সংবাদকর্মীর দ্বায়িত্ব। কিন্তু আমি যে কাজ করিনাই সেটা লিখলে তা রীতিমতো মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আইন তা সুষ্ঠ তদন্ত করে সেটির বিচার করুক আর যারা কিশোর গ্যাং এর পৃষ্টপোষক তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেয়া হোক।

আমি কোখনোই কিশোর গ্যাং এর সাথে যরিতো ছিলাম না তা আপনার এলাকা ঘুরে বা এলাকাবাসীর কাছে থেকে আমার বিষয়ে তথ্য নিলে বুঝতে পারবেন আর একটি কথা আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা তাই আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x