সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করলে- তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
দলটির একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, সার্চ কমিটি দিয়ে কমিশন গঠন করা হলে বর্তমান নির্বাচন কমিশনের মতোই আজ্ঞাবহ হবে। দেশের বিরোধী দলগুলো এই কমিশন মানবে না।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। এতে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ইসি গঠন করার আহ্বানও জানান তারা।
আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া বক্তব্যের বিরোধিতা করে এলডিপির দুই নেতা বিবৃতিতে বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। আর তা হবে কেবলমাত্র বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই।
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রথম শর্ত গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠন করা গেলেই- তা সম্ভব। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান এলডিপির দুই শীর্ষনেতা।