চট্টগ্রাম নগরীর টাইগারপাসে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে টিপ ছুরিসহ মানিক (১৮) নামে একজনকে আটক করে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান বহুমূখী উচ্চবিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আটক মো. মানিক (১৮) আমবাগান এলাকার ছিন্নমূল বস্তিতে বসবাস করেন। তার বাড়ি রংপুরে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি শাহীনুজ্জামান বলেন, আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে তৎক্ষণাৎ উপস্থিত পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিক নামের একজনকে ছোরাসহ আটক করেছে। সে আমবাগান বস্তিতে থাকে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে গ ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির বলেন, ‘সদস্য সংগ্রহ সভায় যাতে আমি না যাই সেজন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে পোস্টারিং করে। আমার ছেলে আখতারুজ্জামান (৩০) কয়েকটি পোস্টার ছিঁড়তে গেলে ঘটনাস্থলে ছিন্নমুলের মনা-বাবুল ও টিনু গ্রুপের লোকজন মারধর করে। পরে পুলিশ এসে সেখান থেকে একজনকে আটক করেছে।’