ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, YouTube-এর মাধ্যমে কন্টেন্ট নির্মাতাদের উপার্জন থেকে ২৪ শতাংশ ট্যাক্স কেটে নেওয়া হবে। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। তবে নতুন এই ট্যাক্স বিধি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সমস্ত ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের জন্য প্রযোজ্য হবে।
সুতরাং একজন বাংলাদেশি ইউটিউবারকেও ট্যাক্স দিতে হবে। তবে আশার কথা হলো, এই ট্যাক্স শুধুমাত্র আমেরিকান দর্শকদের কাছ থেকে প্রাপ্ত মন্তব্যের জন্যই দিতে হবে। অর্থাৎ, বাংলাদেশি কোনো কন্টেট ক্রিয়েটর-এর আপলোড করা কন্টেটে যদি যুক্তরাষ্ট্র থেকে কেউ কোনো মন্তব্য না করেন তবে ওই কন্টেটের জন্য এই ট্যাক্স দিতে হবে না।
বাংলাদেশি ভিডিওতে আমেরিকান দর্শকের অভাবের কারণে নতুন এই নিয়মটি বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে খুব বেশি প্রভাব ফেলবে না। যেহেতু বেশিরভাগ বাংলাদেশি ইউটিউবার বাংলায় বা আঞ্চলিক ভাষায় কন্টেট তৈরি করেন, সেহেতু তাঁদের বেশিরভাগ দর্শকই দেশের অভ্যন্তরে রয়েছেন। ইউটিউব কেবল আমেরিকান দর্শকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের জন্যই ট্যাক্স নিচ্ছে। সুতরাং আপাতত এই নতুন নীতিটি বাংলাদেশের নির্মাতাদের উপর কোনও বড় প্রভাব ফেলবে না বলেই আশা করা যাচ্ছে।