12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

ইপিএলে অংশ নিতে ভোরে দেশ ছাড়ছেন তামিম

খেলাইপিএলে অংশ নিতে ভোরে দেশ ছাড়ছেন তামিম
খবরটি শেয়ার করুন

এভারেস্ট প্রিমিয়ার লিগ বা ইপিএলে খেলতে শুক্রবার ভোরে নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন তামিম ইকবাল।
ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ ওয়ানডে দলের এ অধিনায়ক। করোনাভাইরাসের কারণে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কাতার হয়ে কাঠমাণ্ডু যেতে হচ্ছে তাকে।

ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স হয়ে খেলবেন তামিম। সেখানে তার সঙ্গে আরো খেলবেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটার।

আগামী শনিবার ইপিএল শুরু হলেও তামিমদের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রোববার।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x