ইমরানের জীবনে নতুন নারী!

বলিউড তারকা ইমরান খানকে মনে আছে? সম্পর্কে আমির খানের ভাগ্নে হলেও তার মিষ্টি হাসিতে এক সময় বুঁদ ছিল সবাই। ক্যারিয়ার শুরু হয়েছিল ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে। যদিও এর পরে কার্যত হারিয়েই যান তিনি। স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও যে সম্পর্ক ভেঙেছে তাও তো আর অজানা নয়।

এখন ইমরান কোথায়? এ প্রশ্ন ছিল দর্শকের মনে। সূত্র বলছে, ইমরানের মন জুড়ে এখন নতুন ব্যস্ততা। দক্ষিণী অভিনেতা লেখা ওয়াশিংটনের সঙ্গে তার প্রেম নিয়ে চলেছে গুঞ্জন। শুধু তাই নয়, ছবিও এসেছে প্রকাশ্যে।

দেখা গেছে, হাতে হাত ধরে তারা ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছেন। তাকে দেখে উচ্ছ্বসিত সকলেই। আবারও যে নতুনভাবে শুরু করছেন জীবন, তা দেখে খুশি অনুরাগীরা।

প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তার বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হুসেনের মেয়ে, আর আমির খানের বোন। মামাকে দেখেই জানে তু ইয়া জানে না ছবি দিয়ে ইমরানের ক্যারিয়ার শুরু। এর আগে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন।

দেখা গেছে, হাতে হাত ধরে তারা ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছেন। তাকে দেখে উচ্ছ্বসিত সকলেই। আবারও যে নতুনভাবে শুরু করছেন জীবন, তা দেখে খুশি অনুরাগীরা।

প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তার বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হুসেনের মেয়ে, আর আমির খানের বোন। মামাকে দেখেই জানে তু ইয়া জানে না ছবি দিয়ে ইমরানের ক্যারিয়ার শুরু। এর আগে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন।

16
6
3
5

Posts

প্রধান পৃষ্ঠপোষক: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি),মাননীয় সংদ সদস্য ঢাকা ১৬,
প্রধান উপদেষ্ঠা: সাইদুর রহমান রিমন, সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন
চেয়ারম্যান ও প্রকাশক: মোঃ মাসুদ রানা (জিয়া), সহকারি সম্পাদক, দৈনিক অগ্নিশিখা,
সম্পাদক: শাহাজাদা শামস ইবনে শফিক
সহ-সম্পাদক: মোঃশরিফুল ইসলাম (রবিন)

সম্পাদকীয় কার্যালয়
১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০
বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪
বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭
Gmail:banglarrazpratidin@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by banglarraz24.com © 2022
x

Contact Us