23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

একই দিনে ৩০০ পুরুষের সঙ্গে পর্ন ছবিতে কাজ করা অভিনেত্রী এখন সফল কুস্তিগীর !

বিনোদনএকই দিনে ৩০০ পুরুষের সঙ্গে পর্ন ছবিতে কাজ করা অভিনেত্রী এখন সফল কুস্তিগীর !
খবরটি শেয়ার করুন

অধিকাংশ মানুষের মনেই একটা ধারণা রয়েছে যে পর্ন ফিল্মে অভিনয় করেন যারা, তাদের জীবনে টাকার যেমন অভাব নেই ৷ তেমন নেই কোনও চিন্তাও ৷ কিন্তু সত্যি কি তাই ? সম্প্রতি একজন পর্নস্টার নিজের কাহিনী প্রকাশ্যে আনেন ৷ তিনি জানান, এই পেশায় আসার পর কতরকম সমস্যার সম্মুখীন তাঁকে হতে হয়েছিল ৷

পর্ন ফিল্মের দুনিয়ায় বিখ্যাত নাম আমেরিকার অভিনেত্রী জ্যাসমিনের (Porn Actress Jasmine) ৷ নয়ের দশকে পর্ন ফিল্মের ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি ৷ এবং নিজের পেশা বদল করে হয়ে যান একজন পেশাদার কুস্তিগীর (Porn Actress Turns Wrestler) ৷ পর্ন ফিল্মে দীর্ঘদিন অভিনয় করার খারাপ অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি ৷

১৯৯০ সালে আমেরিকায় যে সমস্ত পর্ন ছবি তৈরি হত, সেখানে বেশিরভাগ ছবিতেই জ্যাসমিনকে অভিনয় করতে দেখা যেত ৷ কিন্তু জ্যাসমিনকে সবাই চিনতে তখনই পারেন, যখন একটি পর্ন ছবিতে একসঙ্গে ৩০০-র বেশি পুরুষের সঙ্গে কাজ করতে দেখা যায় তাঁকে ৷ এরপরেই পর্ন দুনিয়ার তারকা অভিনেত্রী হয়ে ওঠেন জ্যাসমিন ৷ কিন্তু এর কিছু দিন পরেই এই পেশাকে গুডবাই জানান তিনি ৷ এরপর কুস্তির দুনিয়ায় পা রাখেন জ্যাসমিন ৷ সেখানেও দারুণ সাফল্য পান ৷ এবং কুস্তিগীর হিসেবেও যথেষ্ট নামডাক হয় তাঁর ৷

আরও পড়ুন- লাখ টাকার উপরে বিল ! রেস্তোরাঁয় ডিনার করার পর বিল দেখে প্রায় অজ্ঞান হওয়ার জোগাড় ব্যক্তির

‘আনফিল্টার্ড’ নামের একটি পডকাস্টে জ্যাসমিন নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ৷ সেখানে তিনি বলেন, মানুষ আপনাকে এমন অনেক কিছুর জন্যও মনে রাখেন, যা আপনি নিজেই মনে করতে চান না ৷ পর্ন ছবিতে ৩০০ পুরুষের সঙ্গে ভিডিও বানাতেও অসুবিধা ছিল না তাঁর ৷ ওই অভিজ্ঞতা নাকি মজারই ছিল ৷ কিন্তু এই কাজ ১০ ঘণ্টা ধরে টানা করে যাওয়াটা মোটেই সহজ কাজ নয় ৷ জ্যাসমিনের মনে হত, যেন তিনি কোনও সার্কাসে রয়েছেন ৷ যেখানে ‘কাজ’ শেষ করাটাই শুধু তাঁর কাজ ৷

 

জ্যাসমিন জানান, পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে তাঁর একেবারেই ভালো লাগছিল না ৷ তাই তিনি পেশা বদলের সিদ্ধান্ত নেন ৷ খুব ছোটবেলার থেকেই কুস্তির দিকে জ্যাসমিনের ঝোঁক ছিল ৷ তাই পর্ন ফিল্মে কাজ ছাড়ার পর তিনি বেশ কিছুদিন কুস্তি শেখেন ৷ তারপর নেমে পড়েন রিং-এ ৷ সেখানে অনেক সাফল্য পেয়েছেন তিনি ৷ নিজের ভালো কেরিয়ার গড়তে সফল জ্যাসমিন ৷ পাশাপাশি ফিল্মে অভিনয়ও করেছেন তিনি ৷

 

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x