23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

এগুলো আপনাকে মানায় না: শ্রাবন্তীর উদ্দেশে ভক্তরা

বিনোদনএগুলো আপনাকে মানায় না: শ্রাবন্তীর উদ্দেশে ভক্তরা
খবরটি শেয়ার করুন

সমালোচনা যেন পিছু ছাড়ছে না টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ব্যক্তিগত জীবন ও রাজনীতিতে ব্যর্থতার বিষয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন নিয়মিত।

এসব কটাক্ষ সহ্য করেও শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু তাতেও চুপ নেই ভারতীয় নেটিজেনরা। এবার নতুন করে শ্রাবন্তীকে নিয়ে ট্রল করছেন তারা।

তবে এবার বিয়ে-বিচ্ছেদ, নতুন প্রেমিক অভিরূপ বা রাজনীতির বিষয়ে নয়; মহালয়ার দিন দুর্গা সেজে ছবি দেওয়ায় ট্রলের শিকার হলেন এই সুন্দরী অভিনেত্রী।

 

শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে দুর্গা সেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি। ছবিতে দুর্গা প্রতিমা রূপে দারুণ দেখাচ্ছে তাকে। যা প্রশংসার দাবি রাখে। কিন্তু নেটিজেনরা এবারও উল্টো পথে হাঁটলেন।

শ্রাবন্তীর সেসব ছবি দেখে নেটিজেনরা ঠাট্টায় মেতেছেন। কেউ কেউ শ্রাবন্তীর এই ছবির নিচে লিখলেন, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন।’ কেউ লিখলেন, ‘এগুলো আপনাকে মানায় না।’ নেটিজেনদের মধ্যে আবার কেউ লিখলেন, ‘আপনার মা দুর্গা হওয়া উচিত হয়নি।’ এক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে লিখলেন, ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x