23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

এবারের বিশ্বকাপেও থাকছেন শ্রাবণ্য তৌহিদা

Uncategorizedএবারের বিশ্বকাপেও থাকছেন শ্রাবণ্য তৌহিদা
খবরটি শেয়ার করুন

আবারো ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টেলিভিশন শো’-য়ের সঞ্চালনায় হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। গাজী টেলিভিশনের ‘ক্রিকেট এক্সট্রা’র এবারের আয়োজনে প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ শো-তে একটু ভিন্নভাবেই দেখা দেবেন তিনি।
বর্তমানে তিনি আইপিএল নিয়ে একটি শো উপস্থাপনা করছেন।

শ্রাবণ্য তৌহিদা বলেন, খুবই ভালো লাগছে আবারো বিশ্বকাপ নিয়ে সঞ্চালনা করতে যাচ্ছি। এখন আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছি। আজ থেকে টি-২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবো। খেলার ৩০ মিনিট আগে প্রি-ম্যাচ শো এবং খেলা শেষে পোস্ট ম্যাচ শো করবো। খেলা চলাকালীন প্রতিদিনই এই শো হবে। আমি ছাড়াও আরো বিভিন্ন সময়ে সেগুলো সঞ্চালনা করবেন মৌসুমী মৌ, নীল হুরেরজাহান।

তিনি আরো বলেন, আমি সবসময় উপস্থাপনা করতেই বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলা তাহলে তো আরও বেশি উপভোগ করি। সুন্দর আয়োজনে এবারের অনুষ্ঠানগুলো বেশ চমকপ্রদ হবে বলেই আশা করছি।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x