রাজধানীতে আইপি ভিত্তিক ভিডিও প্রোগ্রাম চ্যানেল মুসকান ও বাংলার রাজ-২৪.কম এর ৫ম বর্ষ ও ৬ষ্ঠ বছর পদার্পন ও মুজিব মুজিব শতবর্ষ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
এবার ব্যতিক্রমভাবে চ্যানেল মুসকান ও বাংলার রাজ-২৪.কম এর ৫ম বর্ষ ও ৬ষ্ঠ বছর পদার্পন অনুষ্ঠান উদযাপন করা হয়ছে।
শনিবার রাত ১১ঘটিকার সময় রাজধানীর মিরপুর বর্ধিত পল্লবীতে হাজারো জনতার মাঝে চ্যানেল মুসকানের প্রধান উপদেষ্ঠ ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি কেক কেটে ৫ম বর্ষ ও ৬ষ্ঠ বছর পদার্পন অনুষ্ঠান উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল মুসকানের প্রকাশক মোঃ মাসুদ রানা(জিয়া) সহ-সম্পাদক সৌরভ হাসান সোহাগ খাঁন। চিফ নিউজরুম এডিটর, মোঃ শরিফুল ইসলাম রবিন সহ চ্যানেল মুসকানের অন্যান সদস্যরা।

একটি অনলাইন আইপি ভিত্তিক ভিডিও প্রোগ্রাম চ্যানেল মুসকান ও বাংলার রাজ-২৪.কম। বিগদ ৫বছরে শুনামের সাথে বিভিন্ন সংবাদ প্রকাশ করে আসছে। চ্যানেল মুসকান ও বাংলার রাজ-২৪.কম এর দর্শক রয়েছে সারা দেশজুড়ে তাছাড়া চ্যানেল মুসকান ও বাংলার রাজ-২৪.কম বিদেশেও নিজেদের শুনাম অর্জন করেছে প্রতিনিয়ত তারা দর্শকদের নতুন নতুন কিছু অজানা তথ্য দিয়ে থাকে। দিন দিন তাদের দর্শক শ্রতা বেড়েই চলেছে।
