23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

এভাবেই সারাজীবন একসঙ্গে থাকতে চাই : কর্ণিয়া

বিনোদনএভাবেই সারাজীবন একসঙ্গে থাকতে চাই : কর্ণিয়া
খবরটি শেয়ার করুন

চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকাদের একজন জাকিয়া সুলতানা কর্ণিয়া। সম্প্রতি পূজা উপলক্ষে প্রকাশ হয়েছে তার নতুন গান। এছাড়াও একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ব্যস্ততা প্রসঙ্গে ‘পাওয়ার ভয়েজ’খ্যাত এই কণ্ঠশিল্পী বলেন, ‘এ বছর বেশ ক’টি গান প্রকাশ করব। নিজের চ্যানেলের জন্য দুটি একক গান করলাম। কিছুদিন পরই গানগুলো প্রকাশ হবে। দুটো গানের সুর ও সংগীত করেছেন মার্সেল। এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে একটি গান করলাম। “জয় দূর্গা মায়ের জয়” শিরোনামের গানটিতে আমি, হৈমন্তী রক্ষিত ও স্বপ্নিল সজীব কন্ঠ দিয়েছি। বেশ ভালো সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ধ্রুব মিউজিক স্টেশন থেকেও একটি গান আসার কথা রয়েছে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর-সংগীত করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। এছাড়াও হাতে আরও কিছু নতুন গানের কাজ আছে। সবগুলোই চলতি বছর আসবে।’

স্টেজ শোয়ের ব্যস্ততাও তো বেড়েছে? উত্তরে কর্ণিয়া বলেন, ‘হ্যাঁ, সব সেক্টরেই তো কাজ শুরু হয়েছে। শুধু আমরাই বঞ্চিত হয়েছি। সম্প্রতি ঢাকা ও কক্সবাজারে কয়েকটি শো করেছি। বেশিরভাগই শো হয়েছে ইনডোরে। আশা করি, শীঘ্রই ওপেন কনসার্টের অনুমতিও মিলবে।’

গত বছর মাঝামাঝি সময়ে বিয়ে করেছেন কর্ণিয়া। কেমন চলছে সংসার জীবন জানতে চাইলে তিনি বলেন, ‘খুব ভালো চলছে। আমার স্বামীও মিউজিশিয়ান। আমরা দুজনই এক অঙ্গনের মানুষ। তাই দুজন মিলে পরিকল্পনা করে কাজ করতে পারি। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। সব মিলিয়ে ভালোই আছি। আর এভাবেই সারাজীবন একসঙ্গে থাকতে চাই।’

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x