অনলাইন ডেস্ক : এ বছর বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম ফিলআপের আংশিক ফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষা বাতিল করায় শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব খাতের টাকা খরচ হয়নি, তা ফেরত দেওয়া হবে।
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এর কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।
আরো পড়ুন : গত ৫ বছরে সারা দেশে ধর্ষণ মামলার পরিসংখ্যান জানাতে নির্দেশ