সরকার আরও ৮২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এ মাসেই বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ৮২ হাজার রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে হস্তান্তর করা হবে।
আজ শুক্রবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে অন্যান্য উদাহারণ সৃষ্টি করেছেন।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।