12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

কনস্টেবলের সঙ্গে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল

সারাদেশকনস্টেবলের সঙ্গে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল
খবরটি শেয়ার করুন

কনস্টেবলদের সঙ্গে আইজিপি ড. বেনজির আহমেদের কুশল বিনিময় ও হাত মেলানোর একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ছবির প্রশংসা করেছেন নেটিজনরা।

পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ‘যে ছবি বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি’- শিরোনামে বুধবার রাতে ছবিটি শেয়ার করা হয়।

মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (আরএনপিপি) পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে এক মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আইজিপি তিনজন কনস্টেবলের সালাম নিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দ্বিতীয় ছবিতে তাকে সামাজিক দূরত্ব বজায় রেখে কনস্টেবলদের সঙ্গে হাত (মুষ্টিবদ্ধ) মেলাতে দেখা যায়।

ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান লেখেন, বাহিনীপ্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যর সঙ্গে এভাবে বিদায় নেন; তখন নিশ্চয়ই তার জন্য তা অনেক আবেগ ও গর্বের মুহূর্ত তৈরি করে।

পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের ক্যাপশনে লেখা হয় নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x