12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

করোনা মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল করবেন না : প্রধানমন্ত্রী

জাতীয়করোনা মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল করবেন না : প্রধানমন্ত্রী
খবরটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক : ভূ-রাজনৈতিক বিরোধের মাধ্যমে করোনা মহামারি মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টাকে দুর্বল করবেন না বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। কারণ, ঐক্যবদ্ধভাবেই আসে সাফল্য। ৭৫তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়াল উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারির কারণে থমকে আছে ভিশন- টোয়েন্টি থার্টি’র মতো বহু উন্নয়ন লক্ষ্যমাত্রা। তাই করোনাভাইরাস ও এর প্রভাব মোকাবেলায় ভূ-রাজনৈতিক বিরোধকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর অসীম সাহসিকতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবর প্রতিজ্ঞাবদ্ধ। জানান, সংঘাতপূর্ণ দেশগুলোয় জাতিসংঘের হয়ে কাজের জন্য এখন পর্যন্ত প্রাণ দিয়েছেন দেড় শতাধিক বাংলাদেশি শান্তিরক্ষী।

এর আগেই, জাতিসংঘের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের সর্বাত্মক প্রচেষ্টা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমনন্ত্রী। বলেন, মানব সভ্যতার পুর্নবিন্যাস হয়েছে ইতিহাসের নানা সময়। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনও সেরকম একটি মুহুর্তের সাক্ষী হতে যাচ্ছে।

উল্লেখ্য, করোনা মহামারিতে এখনও স্থবির বিশ্ব। রাষ্ট্র ও সরকার প্রধানদের সুরক্ষায় তাই শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন।

আরও পড়ুন: (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে ৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার প্রস্তাব

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x