23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

কলেজের কথা বলে বের হয়ে দুই বান্ধবী নিখোঁজ

সারাদেশকলেজের কথা বলে বের হয়ে দুই বান্ধবী নিখোঁজ
খবরটি শেয়ার করুন

জামালপুর সদর থেকে নিখোঁজের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মেলেনি দুই কলেজছাত্রীর সন্ধান। তারা হলেন- সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুলতানা আক্তার, শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী টেকিপাড়া গ্রামের আক্তার আলীর কলেজ পড়ুয়া মেয়ে রাফি খাতুন।
জানা গেছে, সুলতানা দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৬ অক্টোবর সকালে কলেজে ক্লাস করার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। একই সময়ে তুলশীপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাফি খাতুনও কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকেই দুইজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে দুই শিক্ষার্থীর পরিবার থানায় জিডি করে।

স্বজনরা জানান, রাফি খাতুন ও সুলতানা আক্তার ভিন্ন কলেজের শিক্ষার্থী হলেও দুইজনের মাঝে বন্ধুত্ব ছিল। নিয়মিত যোগাযোগ করতেন তারা।

সদর থানার ওসি রেজাউল করিম জানান, নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর পরিবার গত ৯ অক্টোবর জিডি করেছেন। এরপর থেকে তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x