12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

কারাগার থেকে পালানো ৬ ফিলিস্তিনিকে ধরতে জর্ডানের শরণাপন্ন ইসরায়েল

আন্তর্জাতিককারাগার থেকে পালানো ৬ ফিলিস্তিনিকে ধরতে জর্ডানের শরণাপন্ন ইসরায়েল
খবরটি শেয়ার করুন

দখলদার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দীকে ধরে দিতে জর্ডানের সাহায্য চেয়েছে তেল আবিব। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল আল ইয়াউম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, বন্দীরা পালিয়ে যাওয়ার পর পাঁচ দিন পার হয়েছে। কিন্তু এখনো তাদের খোঁজ পায়নি ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলি নেতারা জর্ডান সরকারের সহযোগিতা চেয়েছে। ইসরায়েল ধারণা করছে বন্দীরা হয়তো সীমান্তের ওপারে চলে গেছে।

জর্ডানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে।
এদিকে, পালিয়ে যাওয়া বন্দীদের স্বজনদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও পাঁচজনকে আটক করেছে তারা। এর আগেও আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে বর্ণবাদী বাহিনী।

ইহুদিবাদী ইসরায়েলের একটি কারাগার থেকে সম্প্রতি ৬ ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্য দিয়ে পালিয়ে যান।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬জনের মধ্যে ৫জন হলেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x