17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

কুড়িগ্রামে বন্যার পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৪০ হাজার মানুষ

সারাদেশকুড়িগ্রামে বন্যার পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৪০ হাজার মানুষ
খবরটি শেয়ার করুন

কুড়িগ্রামে ফের ধরলা ও ব্রহ্মপুত্রসহ সবগুলো নদনদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুসারে জানা যায়, ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর এবং ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির ফের মারাত্মক অবনতি ঘটেছে।

এ অবস্থায় নদনদীর তীরে নিম্নাঞ্চলসহ প্রায় দুই শতাধিক চর ও দ্বীপচরের প্রায় ৪০ হাজার পানিবন্দি মানুষ রয়েছেন বিপাকে। এসব এলাকার মানুষের রয়েছে খাদ্য সংকট। অনেকেই নদীর পাশে উঁচু বাঁধে এসে আশ্রয় নিতে শুরু করেছেন। এসব এলাকার গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

কেউ কেউ কলা গাছের ভেলা বানিয়ে নিজ বাড়ি থেকে বাঁধে কিংবা অন্যত্র আসা যাওয়া করছেন। আবার অনেকের বাড়িঘরে পানি উঠায় নৌকাই তাদের একমাত্র ভরসা। সেখানেই চলছে থাকা ও রান্নাসহ খাওয়া দাওয়া।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হক আরটিভি নিউজকে জানিয়েছেন, বন্যার পানির কারণে কৃষকদের রোপনকৃত ফসল রোপা আমন ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবশেষ জেলায় ১৫ হাজার ৫২০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে রোপা আমন ১৫ হাজার ১১৫ হেক্টর, শাকসবজি ২৭০ হেক্টর এবং বীজতলা ৯৫ হেক্টর।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, উজানের দিকে বৃষ্টিপাত নেই সেইসাথে উজান থেকে পানিও আসা কমে গেছে এবং ঢালুর দিকে পানি বেশি হওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ার আশা ব্যক্ত করেন। দুই/ একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x