খুলনার রূপসায় পর্নো ভিডিও সরবারহের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ঐ উপজেলার বাগামারা এলাকার মো. মজিবর শেখের ছেলে মো. রবিউল ইসলাম শেখ, মো. আজমল হোসেনের ছেলে মো মহিদুল ইসলাম শেখ। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত দুই যুবকের কাছ থেকে পর্নো ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত কম্পিউটার, মোবাইল, মেমরি কার্ড ও সিম কার্ডসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়েছে। সেসব ডিভাইসে কয়েক হাজার পর্নো ভিডিও রয়েছে। তাদের বিরুদ্ধে রূপসা থানায় পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে।