12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

সারাদেশগাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
খবরটি শেয়ার করুন

গাজীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। জেলা প্রশাসন ও উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গাজীপুর জেলার উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নির্বাহী ম্যাজিস্টেট উম্মে হাবিবা ফারজানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আলী আকবর প্রমুখ।

সভায় প্রধান অতিথি এসএম তরিকুল ইসলাম জানান, কোনো জাতির উন্নতি অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা। আমাদের দেশের উন্নতির অগ্রগতির যে ধারা তার টেকসই ও অব্যাহত রাখতে হলে শিক্ষার হার বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x