গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস লিমিটেড কারখানায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার বিকেলে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাসিরাম গ্রামের চান্দুরা ইসলামের ছেলে আরিফুল ইসলাম এবং দিনাজপুরের চিরির বন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের শ্রী রজনী চন্দের ছেলে শ্রী মুকুল চন্দ্র। ঐ কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন তারা।
জানা যায়, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেলে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাইয়ের কাজে থাকা নির্মাণ শ্রমিকরা। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও শ্রীপুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ছাদ ঢালাইয়ের সময় নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।