বার দেখা হয়েছে: ১১
রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আরো জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ছিল ব্রাক ব্যাংকের অফিস।