23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

ঘরেই মাদক সেবন, দুই সন্তানকে জেলে পাঠালেন বাবা-মা

সারাদেশঘরেই মাদক সেবন, দুই সন্তানকে জেলে পাঠালেন বাবা-মা
খবরটি শেয়ার করুন

বগুড়ার শাজাহানপুরে সানোয়ার হোসেন সুমির ও ফরহাদ হোসেন নামে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুমিরকে এক বছর ও ফরহাদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে, সন্তানের বিরুদ্ধে ঘরে বসেই মাদক সেবনের অভিযোগ করেন দুইজনের বাবা-মা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঐ উপজেলার চোপীনগর ইউনিয়নের বিহিগ্রাম পশ্চিমপাড়ার আফজাল মাস্টারের ছেলে সানোয়ার হোসেন সুমির, একই গ্রামের পূর্বপাড়ার মোজাহার আলীর ছেলে ফরহাদ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান বলেন, দণ্ডপ্রাপ্ত দুইজনের পরিবারের অভিযোগ- তারা দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। বারবার নিষেধ করেও তাদের ফেরানো যায়নি। এক পর্যায়ে তারা ঘরেই মাদক সেবন শুরু করেন। এমন অভিযোগ পেয়ে দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমিরকে এক বছর ও ফরহাদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুজনকেই এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x