23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

ঘর থেকে বের হচ্ছিলো দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল চিকিৎসকের মরদেহ

জাতীয়ঘর থেকে বের হচ্ছিলো দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল চিকিৎসকের মরদেহ
খবরটি শেয়ার করুন

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে দেবাশীষ কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতের দিকে ওই বাসার একটি ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে- এমন খবর পেয়ে ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামের ওই ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসার একটি ফ্ল্যাটের এক ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সি সাব্বির আহমেদ জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, তিনদিন আগে মৃত দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এরপর আর বের হননি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x