কক্সবাজারের পেকুয়ায় প্রেমিকার বিয়ে মানতে না পেরে তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচার করেছেন প্রেমিক। তা সহ্য করতে না পেরে ইদুর মারার বিষপানে আত্মহত্যা করেন প্রেমিকা। এর ১০ মিনিট পর একইভাবে আত্মহত্যা করেন প্রেমিক।
শুক্রবার সকালে ঐ উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম ইউনিয়নের নতুন ঘোনা এলাকার নুরুল বশরের মেয়ে, তার প্রেমিক রেদোয়ানুল হক পার্শ্ববর্তী মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার ছৈয়দ নূরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রোজিনা ও রেদোয়ানের দীর্ঘদিনের প্রেম ছিল। ৬ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়ার বাসিন্দা রেজাউল করিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রোজিনা। রেজাউল উজানটিয়া ইউনিয়নের গোধার পাড় এলাকার কমিউনিটি ক্লিনিকে চাকরি করতেন। চলতি মাসের শুরুতে দুই পরিবারের সম্মতিতে রেজাউল ও রোজিনার বিয়ে ঠিক হয়। আগামী সপ্তাহেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
এদিকে, রেজাউলের সঙ্গে বিয়ের বিষয়টি মানতে না পেরে রোজিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচার করতে শুরু করেন তার প্রাক্তন প্রেমিক রেদোয়ান। এতে রোজিনা ও রেজাউলের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। এমন পরিস্থিতিতে লজ্জা আর অপমানে ইদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন রোজিনা। এ খবর পেয়ে ১০ মিনিট পর একইভাবে আত্মহত্যা করেন তার প্রাক্তন প্রেমিক রেদোয়ান।
রোজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী।
রোজিনার স্বজনরা জানান, আগামী সপ্তাহেই রেজাউলের সঙ্গে রোজিনার বিয়ে হওয়ার কথা ছিলো। কিন্তু চরম মুহূর্তে রেদোয়ানের সঙ্গে রোজিনার প্রেমের কথা জানতে পারে বরপক্ষ। এতে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হলে লজ্জায় ইদুর মারার বিষ খায় রোজিনা। পরে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে রেদোয়ানের ভাই মো. হোসাইন বলেন, আমার ভাইয়ের প্রেমের বিষয়ে আমরা জানতাম। কিন্তু এ কারণে সে আত্মহত্যা করবে ভাবতে পারিনি।
রেজাউল করিমের ভাই নেজাম উদ্দিন বলেন, উজানটিয়ার একটি মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। সকালে শুনি মেয়েটি আত্মহত্যা করেছে।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।