23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

চাকরি হারালেন যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার অ্যাপলের নারী কর্মী

আন্তর্জাতিকচাকরি হারালেন যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার অ্যাপলের নারী কর্মী
খবরটি শেয়ার করুন

জানেকে পারিশ, যিনি প্রাতিষ্ঠানিক যৌন হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে সংগঠিত করেছিলেন। কিন্তু এই নারী কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

নিজের চাকরি হারানোর কথা গত শুক্রবার সিএনএনকে জানান তিনি। তার শেষ কর্মদিবস ছিল গত বৃহস্পতিবার। তবে তাকে বরখাস্ত করার ব্যাপারে নির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি অ্যাপল কর্তৃপক্ষ।

যৌন নিপীড়নের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া #মিটু আন্দোলনের মতো এই অ্যাপলের প্রোগ্রাম ম্যানেজার গড়ে তুলেছিলেন #অ্যাপলটু আন্দোলন।
সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই নারী কর্মী জানান, ‘অ্যাপল তাকে জানিয়েছে, অফিসের তথ্য গণমাধ্যমকে দেওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তিনি কোম্পানির কাছে তার ব্যবহৃত কম্পিউটার-ল্যাপটপ হস্তান্তরের আগে অনেক ফাইল মুছে ফেলেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।’

গত আগস্টে শের স্কারলেট নামে এক সহকর্মীকে নিয়ে #অ্যাপলটু আন্দোলন শুরু করেছিলেন পারিস। এ জন্য তিনি একটি ওয়েবসাইটও খুলেন। তিনি বর্ণবাদ, যৌনতা, বৈষম্যসংক্রান্ত যেসব বিষয়ের মুখোমুখি হয়েছেন, তা জানাতে অন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানান।

এরপর থেকে কয়েক সপ্তাহের মধ্যে সহকর্মীরা তাদের কাছে শত শত অভিযোগ (যৌন ইঙ্গিত, ধর্ষণ ও আত্মহত্যা) দিতে শুরু করেন বলে সিএনএনকে জানিয়েছেন তিনি।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x