17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

টিএসসিতে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

অপরাধটিএসসিতে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
খবরটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের শিক্ষাসামগ্রী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে ছাত্রদল। এ সময় হামলা করা হয় বলে অভিযোগ করেছে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদলের অন্তর্কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসেছিলো। ছাত্রলীগ তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করেছে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, তাদের খাবার ও ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

হামলার বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, খাবার ও ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরুর আগে আমাদের নেতাকর্মীরা টিএসসি এলাকায় একত্রিত হলে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ২০ জনের বেশি চিকিৎসা নিচ্ছে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x