নিজস্ব প্রতিবেদক : শনিবার রাত ৮ থেকে রাজধানীর একশো ফিট ফরটিকস মাঠে মিরপুর ইয়াং ক্রিকেটার্স এর আয়োজিতো ক্রিকেট খেলাতে অংশগ্রহন করেন টীম পল্লবীর, আরিফুল ইসলাম এডিসি মিরপুর জোন, শাহ কামাল পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার, মোঃ মইনুল ইসলাম, মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদ মিজানুর রহমান, দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার, কাজী ওয়াজেদ আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্লবী থানা, মোঃ আল মামুন পল্লবী থানা পুলিশ পরিদর্শক তদন্ত।
টিম পল্লবীর থেকে ৩০ রাউন্ডের ব্যাবধানে হেরে গেলেন মিরপুর ইয়াং ক্রিকেটার্স।
খেলার শুরুতে টচ জিতে প্রথমে ব্যাটিং এ নামেন টিম পল্লবীর দুই দুর্দান্ত ব্যাটসম্যান ধিরে ধিরে মোট ১৫১ রানের টার্গেট দেন তারা। পরে ১৫১ রানের টার্গেট নিয়ে মাঠে নামেন মিরপুর ইয়াং ক্রিকেটার্স ২০ অভারে ১২১ রান করনে ৩০ রানের ব্যাবধানে হেরে যান তারা।
টিম পল্লবীর অধিনায়কের দায়িত্ব পালন করেন, পলবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাজী ওয়াজেদ আলী এবং মিরপুর ইয়াং ক্রিকেটর্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মাদ আলী আড্ডু।