সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সয়দাবাদে ঢাকা-ঈশ্বরদী রেলপথ থেকে লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। আজ সকালে স্থানীয়রা অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি দেখে জিআরপি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।