ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি হিসাবে লড়াই করবেন আবু জাফর সূর্য।
এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জাফর সূর্য। আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু প্যানেল থেকে ৭১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। অচিরেই তিনি আবারও নির্বাচনে জয়ী হয়ে সাংবাদিকের অধিকার আদায়ে লক্ষে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন । তিনি একজন কর্মীবান্ধব নেতা হিসাবে সকলের কাছে সু পরিচিত । সারাদেশে সাংবাদিকদের অধিকার যখনই ক্ষুন্ন হয়েছে তখনই তাদের পাশে দারিয়েছে পরিচিত মুখ আবুজাফর সূর্য ।
ডিইউজের নির্বাচন নিয়ে সাংবাদিক মাসুদ জিয়া বলেন আমার দেখা সবচেয়ে কর্মীবান্ধব নেতা হিসাবে তাকে কাছ থেকে দেখতে পেয়েছি । সংবাদপত্র শিল্পে সাংবাদিক ছাড়া কোন বিকল্প নাই কিন্ত প্রায়ই সময় নিউজ করতে গেলে সাংবাদিকরা অনেক নির্যাতন হামলা মামলার শিকার হয় । অনেক সাংবাদিকের পরিশ্যমের বেতন নিয়ে সমস্যা তৈরী হয় ।এসব সম্যসা নিয়ে অনেক নেতাকে পাশে পাওয়া যায়না তবে আবুজাফর সূর্য ভাই যেকোন সাংবাদিকের সমস্যা নিয়ে রাজপথে লড়াই ,অন্বষন করেছেন। নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে (ডিইউজের) সকল সদস্যদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করি ।