রাজধানীর ডেমরার মাতুয়াইলে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। ভবনটিতে লাইট তৈরির কারখানা রয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাতুয়াইল কোনাপাড়া বাদশা মিয়া রোড এলাকায় একটি দশতলা ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
আরও পড়ুন : তিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন সাকিব