12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

তওকতের তাণ্ডবে ভেঙে পড়া গাছের সামনে উদ্দাম নাচ অভিনেত্রীর, ক্ষিপ্ত নেটিজেনরা

বিনোদনতওকতের তাণ্ডবে ভেঙে পড়া গাছের সামনে উদ্দাম নাচ অভিনেত্রীর, ক্ষিপ্ত নেটিজেনরা
খবরটি শেয়ার করুন

সাইক্লোন তওকতের (Cyclone Tauktae) দাপটে বিধ্বস্ত মহারাষ্ট্র (Maharashtra)। মায়ানগর মুম্বইয়ের রাস্তায় কোথাও পড়ে রয়েছে গাছ, কোথাও টিনের চাল উড়ে গিয়েছে সুদূরে। এই অতিমারী (Pandemic) পরিস্থিতিতে অনেকে মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত পাচ্ছেন না। এমন পরিস্থিতিতেই ঝড়ে উপড়ে পড়া গাছের সামনেই উদ্দাম নৃত্য জুড়ে দিয়েছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দীপিকা সিং (Deepika Singh)। সেই ভিডিও আবার আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যা দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।

‘দিয়া অউর বাতি হাম’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন জগতে খ্যাতি পান দীপিকা। মঙ্গলবার ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। পরে আবার ভেঙে পড়া গাছের ডাল ধরে পোজ দিয়ে ছবিও তুলেছেন। তাতেই ক্ষুব্ধ নেটিজেনরা। এই ধরনের ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিনেত্রীকে এভাবে বাইরে ঘুরে বেড়াতেও নিষেধ করা হয়েছে। “আপনার ঘরের ছাদ পোক্ত আছে তাই এই নাচ”, কটাক্ষ করে এমন মন্তব্যও করা হয়েছে। শুধু ইনস্টাগ্রাম নয় টুইটারেও সমালোচনা করেছেন নেটিজেনরা। অভিনেত্রীকে ‘নির্বোধ’-ও বলা হয়েছে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x