17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

তিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন সাকিব

খেলাতিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন সাকিব
খবরটি শেয়ার করুন

পরপর তিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন সাকিব আল হাসান। এর জন্য শাস্তিও পেতে হয়েছে তাঁকে। তবে জুয়াড়ির প্রস্তাব কর্তৃপক্ষের কাছে গোপন করার বিষয়টিতে সতীর্থদের সন্দেহ ও অবিশ্বাস করার কারণ আছে বলে স্বীকার করেছেন তিনি। একইসঙ্গে পুনরায় সতীর্থদের বিশ্বাস অর্জন করতে পারবেন বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিষেধাজ্ঞার গত এক বছরে বারবার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, সন্দেহ উঠেছে। তবে সবকিছু শেষে ফের ক্রিকেটে ফিরেছেন সাকিব। এবার সন্দেহের বীজ উপড়ে বিশ্বাস অর্জন করতে মুখিয়ে দেশসেরা অলরাউন্ডার।

নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত-সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। যার মধ্যে একটি প্রশ্ন ছিল, সতীর্থদের বিশ্বাসভঙ্গ নিয়ে। তখন নিজের মতামত জানান সাকিব, ‘প্রশ্নটা কঠিন, আসলে কার মনের ভেতর কী আছে, বলা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরি হতেই পারে। সেটা কখনোই অস্বীকার করি না। তবে যেহেতু এর ভেতরও আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল, কথা হয়েছে, আমি কখনো ওভাবে ফিল করিনি। আশা করি, এই জায়গাটিতে সেভাবে সমস্যা হবে না। তারা যেভাবে আমাকে বিশ্বাস করত, এখনো সেভাবেই বিশ্বাস করবে।’

এরপর সাকিব যোগ করেন, ‘তবে আপনি যদি ওভাবে বলেন, করতেই পারে (অবিশ্বাস), এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনে সন্দেহ জাগতেই পারে, এটা নিয়ে আফসোসের কিছু নেই। কারণ ঘটনাটাই এরকম, যেকোনো সময় যে কারও মনের কোনায় সন্দেহ জাগতে পারে। তবে আমার ধারণা, আমার প্রতি সবার আগে যে বিশ্বাস ছিল, এখনো থাকবে।’

গত ২৯ অক্টোবর থেকে নিষেধাজ্ঞামুক্ত সাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন তিনি। আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। সবকিছু ঠিক থাকলে বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে ফের ক্রিকেট রাঙাবেন বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার।

 

আরও পড়ুন : কারো সঙ্গে যুদ্ধ নয়, আক্রমণ প্রতিহতের সক্ষমতা চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x