12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

নিউজিল্যান্ডে নোবিপ্রবির শিক্ষক অর্পিতা রায় মারা গেছেন

খেলানিউজিল্যান্ডে নোবিপ্রবির শিক্ষক অর্পিতা রায় মারা গেছেন
খবরটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে পিএইচডি করতে গিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মারা গেছেন। বাংলাদেশ সময় রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় নিউজিল্যান্ডের একটি হাসপাতালে আকস্মিক মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ গণমাধ্যমকে জানান, অর্পিতা হঠাৎ অসুস্থ হয়ে বমি করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে তিনি মারা যান। তাঁর লাশ দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে অর্পিতা রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, নীল দল, স্বাধীনতা শিক্ষক পরিষদ এবং শিক্ষার্থী ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x