14.7 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

নিজেকে ঘিরে নয়, স্বপ্ন দেখেন দেশকে নিয়ে আব্দুর রহমান সুজন

রাজনীতিনিজেকে ঘিরে নয়, স্বপ্ন দেখেন দেশকে নিয়ে আব্দুর রহমান সুজন
খবরটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একজন স্বপ্নবাজ মানুষের নাম আব্দুর রহমান সুজন। নিজেকে ঘিরে নয়, স্বপ্ন দেখেন দেশকে নিয়ে, বাউনিয়াবাধকে নিয়ে। স্বপ্ন বাস্তবায়নের পথে ছুটে চলেছেন অভিরত।

নেতৃত্বতৃ দেয়ার ক্ষমতা সকলের থাকে না। হাতেগোনা কিছু মানুষের মধ্যে এই ক্ষমতাটি থাকে। এজন্য প্রাচীনকালে মনে করা হতো, নেতা যারা হতে পারে তারা জন্ম থেকেই এই ক্ষমতাটি অর্জন করে থাকে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, নেতা হওয়ার ক্ষমতাটি সবাই জন্ম থেকে অর্জন করে আসে না, বরং এমন অনেকেই আছে যারা নিজেদের প্রবল প্রচেষ্টার মাধ্যমে অনেকের মধ্য থেকে নিজেকে নেতা হিসেবে তুলে ধরে।

এরকম শিক্ষামূলক কথা বলছিল বাংলার রাজ-২৪ ডটকম এর একান্ত সাক্ষাৎকারে যুবলীগ নেতা আব্দুর রহমান সুজন। হাস্যেজ্জল সদালিপি মানুষ তিনি। এলাকায় রয়েছে অনেক সুনাম। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন এই হাস্যজ্জল মানুষটি।

আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি। এসব কারনেই এলাকার অনেকেই প্রশংসা করেন তার।
স্থানীয় সাংবাদিকদের কাছেও তিনি খুবই প্রিয়। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি। বাবার আদর্শের হাতেখড়িতেই তিনি রাজনীতিতে যুক্ত হন।

এ নেতা মিরপুর এলাকায় সামাজিক সংগঠন জাগরণী সংসদ থেকে খেলাধূলা-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ-বিনোদনের ব্যবস্থা করেন। পল্লবী থানার ৫নং ওয়ার্ড বাউনিয়বাদ এলাকাতে রাজনৈতিক পরিসরে রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা তার। বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন এ নেতা।

দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, মশক নিধন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যাশা নিয়ে স্থানীয় নেতা কর্মীদের সাথে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

আব্দুর রহমান সুজন এ প্রতিবেদককে বলেন গত কয়েকদিন আগে কিছু পত্রপত্রিকায় গোপন গোয়েন্দা প্রতিবেদন: কিশোর গ্যাংয়ের হাতে জিন্মি পল্লবী এলাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদে আমার ও আমার বন্ধু মোঃ রাসেল হক এর নাম উল্লেখ করে যে কথাগুলো লেখা হয়েছে তা সম্পূর্ন ভিক্তিহিন ও বানোয়াট আসলে তাদের সাথে আমার ও আমার বন্ধু মোঃ রাসেল হক এর কোন সম্পর্ক নেই।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে ও আমার বন্ধু মোঃ রাসেলকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

তিনি আরও বলেন সেই সংবাদে যে কথা গুলো বলা হয়েছে তাদের সাথে আমার ও আমার বন্ধুর কোন রকমের সম্পর্ক নেই। তাদেরকেও আমি ভালোভাবে চিনি না তবুও তাদের গ্রুপের সাথে আমাকে ও আমার বন্ধকে জারিয়েছেন তারা কেন তা আমি যানি না। কেউ আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য সেই প্রতিবেদককে ভুয়া ও মোনগড়া কথা বলেছে ।

আসলে তারা তদন্ত করলে বুঝতে পারবেন তাদের সাথে আমার কোন সর্ম্পক নেই। আমি সেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা যানাচ্ছি।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x