নিজের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ

নিজের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ
নিজের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় করা নিজের মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল হালিম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় বাবুল আক্তারকে আদালতে হাজির করা হয়।

একই ঘটনায় মিতুর বাবা মো. মোশারফ হোসেনের মামলায় কারাগারে আছেন বাবুল আক্তার।

আইনজীবীরা জানান, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকার বাসার কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মিতু। এ ঘটনায় বাবুল আক্তার প্রথম মামলা করেন। সেই মামলার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে গতকাল আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আসামীর আইনজীবী ইফতেখার সাইমুল জানান, মিতুর বাবার মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার কারাগারে আছেন। একই ঘটনায় দুটি মামলা চলতে পারে না। এটি ন্যায় বিচারের পরিপন্হি। সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত প্রথম মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন। তবে তদন্ত সংস্হা পরিবর্তনের আবেদন করেছেন বলে জানান আসামী পক্ষের আইনজীবীরা।

16
6
3
5

Posts

প্রধান পৃষ্ঠপোষক: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি),মাননীয় সংদ সদস্য ঢাকা ১৬,
প্রধান উপদেষ্ঠা: সাইদুর রহমান রিমন, সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন
চেয়ারম্যান ও প্রকাশক: মোঃ মাসুদ রানা (জিয়া), সহকারি সম্পাদক, দৈনিক অগ্নিশিখা,
সম্পাদক: শাহাজাদা শামস ইবনে শফিক
সহ-সম্পাদক: মোঃশরিফুল ইসলাম (রবিন)

সম্পাদকীয় কার্যালয়
১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০
বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪
বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭
Gmail:banglarrazpratidin@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by banglarraz24.com © 2022
x

Contact Us