আলোচিত-সমালোচিত গায়ক-ইউটিউবার মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছে বেসরকারি সংবাদমাধ্যম সময় মিডিয়া লিমিটেড। অপহরণ ও জেলে নেওয়ার হুমকিতে সোমবার সকালে জিডিটি করা হয়।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন ও পরিচালন) সৈয়দ আসাদুজ্জামান বলেন, ১৬ মে দিবাগত রাতে নোবেল সময় টিভি অনলাইনের প্রতিবেদক আল কাছিরকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাকে দেখে নেওয়া, জেলে প্রেরণ ও অপহরণের হুমকি দেন। পাশাপাশি নিজেকে আইনশৃঙ্খলার বাহিনীর একজন উচ্চপদস্থের ‘শ্যালক’ হিসেবে পরিচয় দিয়েছেন।
এদিকে, এই গায়কের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
এর আগেও মাঈনুল আহসান নোবেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে পোস্ট দেওয়া’সহ নানাবিধ বিতর্কে জড়িয়েছেন।
দেশের জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য, লিজেন্ড শিল্পীদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাসও দিয়েছেন বিতর্কের তুঙ্গে থাকা এই শিল্পী।
অনলাইনে তার হেনস্থার শিকার হয়েছেন নগরবাউল জেমস, তাপস, ইথুন বাবুসহ বরেণ্য অনেক শিল্পী।