23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

পরিবারের কাছে ফিরলো পল্লবীর সেই তিন শিক্ষার্থী

Uncategorizedপরিবারের কাছে ফিরলো পল্লবীর সেই তিন শিক্ষার্থী
খবরটি শেয়ার করুন

শনিবার (৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) সজিব খান তিন শিক্ষার্থীকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের পরিবারের জিম্মায় দেওয়ার আদেশ দেন আদালত।

তদন্ত কর্মকর্তা সজিব খান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে একজন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের, একজন পল্লবী ডিগ্রি কলেজের এবং অপরজন দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী। তারা একে অপরের বান্ধবী। বাসা থেকে বের হওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালঙ্কার, শিক্ষা সনদ ও মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়।

এ ঘটনায় নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ পল্লবী থানায় ৩ অক্টোবর রাতে অপহরণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ওই চার আসামির মধ্যে রকিবুল্লাহর নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর তিন আসামি মো. তরিকউল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ এবং শরফুদ্দিন আহম্মেদ অয়নের বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানির আদেশ দেন আদালত। ৬ অক্টোবর রিমান্ড শেষে রকিবুল্লাহকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, গত বুধবার ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে র‌্যাব। পরে তাদের তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x