17.4 C
Los Angeles
বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

পাবনা মানসিক হাসপাতালের প্রায় ৯০ বিঘা জমির হদিস মিলছে না

অর্থনীতিপাবনা মানসিক হাসপাতালের প্রায় ৯০ বিঘা জমির হদিস মিলছে না
খবরটি শেয়ার করুন

পাবনা মানসিক হাসপাতালের প্রায় ৯০ বিঘা জমির হদিস মিলছে না। বিপুল আয়তনের এই জমি কিভাবে হাসপাতালের রেকর্ড থেকে হারিয়ে গেল তা কেউ বলতে পারছে না। এতে জমি স্বল্পতায় অনিশ্চিত হয়ে পড়েছে হাসপাতালের নতুন একটি প্রকল্প। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় তা উদ্ধার সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কাগজে কলমে অস্তিত্ব থাকলেও হদিস নেই পাবনা মানসিক হাসপাতালের ২৯ দশমিক ২৫ একর জায়গার। সম্প্রতি হাসপাতালের উন্নয়নে নতুন একটি প্রকল্পের জন্য জমি প্রয়োজন হলে বেরিয়ে আসে এ তথ্য।

১৯৬১ সালে মানসিক হাসপাতালের জন্য ১৩৩ দশমিক ২৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়। ২০১০ সালে ৩০ একর দেয়া হয় পাবনা মেডিকেল কলেজকে। ১০৩ দশমিক ২৫ একর অবশিষ্ট থাকার কথা থাকলেও রয়েছে ৭৪ একর। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিভিন্ন সময়ে এসব জমি দখলে নিয়েছে প্রভাবশালীরা।

কিভাবে এসব জমি অন্যের দখলে গেল এর কোন সদুত্তোর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

বেদখল জায়গা উদ্ধারে বিভিন্ন সময় উদ্যোগ নেয়া হলেও, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ জেলা প্রশাসনের। সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষনে কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি হাসপাতালের জমি পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x