23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

পুরনো এটিএম মেশিন কিনে ভিতরে লক্ষাধিক টাকা পেলেন তিন বন্ধু!

আন্তর্জাতিকপুরনো এটিএম মেশিন কিনে ভিতরে লক্ষাধিক টাকা পেলেন তিন বন্ধু!
খবরটি শেয়ার করুন

অকেজো এটিএম মেশিন সস্তায় কেনার পর সেটা খুলে মোটা অঙ্কের টাকা পেয়েছেন তিন বন্ধু। জানা গেছে, এটিএম মেশিনটি ৩০০ ডলারে কিনেছিলেন তিন বন্ধু।

ভেতরে টাকা থেকে গেছে কি না তা দেখতে মেশিনটি খুলে ফেলেন তারা। এরপর দেখা যায়, এটিএমের ধাতব বাক্সের ভেতর রয়েছে ২০০০ ডলার। বাংলাদেশি টাকায় যা দেড় লক্ষাধিক।

পুরো ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যায়- হাতুড়ি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন।

ভিডিওটি যিনি রেকর্ড করেছেন, তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভেতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।

ঘটনাটি বিদেশের। তবে কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে এত হবে, তা কল্পনাও করেননি।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x