23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

প্রথম বল থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে : মাহমুদউল্লাহ

খেলাপ্রথম বল থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে : মাহমুদউল্লাহ
খবরটি শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের লড়াইয়ের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। পছন্দের একাদশ না থাকলেও হারটা নিশ্চিয়ই কেউ ভালোভাবে নিতে পারেনি। যদিও দুটি ম্যাচই হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে একটি আনঅফিসিয়াল ম্যাচে ওমান এ দলকে বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই ম্যাচটি হয়েছিল ওমানে। সেখানে শুরু হবে বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই। যার কারণে এখানকার উইকেট নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, প্রথম বল থেকেই ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে।

আগামীকাল রোববার বিকেল ৪টায় ওমান-পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে শুরু হবে প্রথম পর্বের লড়াই। দিনের অপর ম্যাচে রাত ৮টায় বাংলাদেশের প্রতিপক্ষে স্কটল্যান্ড। ওমানের প্রস্তুতি ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ। তবে সতীর্থদের কাছ থেকে উইকেট মোটমুটি ধারণা পেয়েছেন তিনি। এ নিয়ে আজ শনিবার তিনি বলেন, ‘ওমানে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচে ব্যাটসম্যান, বোলারদের সঙ্গে যতটা আলাপ-আলোচনা করেছি, সবাই বলেছে পিচের কন্ডিশন ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আশা করি কন্ডিশন ওরকমই থাকবে।’

বিশ্বকাপের মঞ্চে উইকেট মূলত স্পোর্টিং হয়ে থাকে। তবে যদি কোনো কারণে সেরকম উইকেট না পাওয়া যায় তাহলে ভিন্ন উইকেটের জন্যও প্রস্তুত তার দল। রিয়াদ বলেন, ‘আমাদের যেকোনো কন্ডিশনের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন। তাহলে উইকেট স্লো হোক, বাউন্সি হোক, স্পোর্টিং হোক- আমরা মানিয়ে নিতে পারব। আশা করছি ভালো উইকেট থাকবে, প্রথম বল থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’

অবশ্য ম্যাচের আগে স্কটল্যান্ডের কোচ শেন বার্জার বাংলাদেশকে বি গ্রুপে থাকা বাকি দলগুলোর সমানই বলে মনে করেন। তার মতে এই গ্রুপে বাংলাদেশ ওমান কিংবা পিএনজির চেয়ে ওপরে না। প্রতিপক্ষ দলের কোচের এমন মন্তব্য নিয়ে রিয়াদ বলেন, ‘ওনি কী বলেছেন এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দিব। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা ততটুকু মাঠে দিবই। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি। আমরা বিনয়ী থাকতে চাই।’

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x