12.7 C
Los Angeles
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

ফিতরেও গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদনফিতরেও গান শোনাবেন মাহফুজুর রহমান
খবরটি শেয়ার করুন

সংগীতের প্রতি ভালোবাসা থেকে নিজেকে গানের ভুবনে যুক্ত করেছেন মাহফুজুর রহমান। প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসেন তিনি। ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে অনুষ্ঠান।

এবারের ঈদুল ফিতরেও গান শোনাবেন মাহফুজুর রহমান। ‘সুখে থাকো তুমি’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে এবারের ঈদে। ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি। এমনটাই জানা গেছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ সূত্রে।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো, ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচব না তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x