23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

ফুড ব্লগারের স্ত্রীকে বিয়ে করলেন নোবেল

বিনোদনফুড ব্লগারের স্ত্রীকে বিয়ে করলেন নোবেল
খবরটি শেয়ার করুন

ঢালিউডের আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। আবারো বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরশি নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন।

এর আগে রোববার (১৯ নভেম্বর) রাতে আরিশার সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে তাদের দু’জনকেই বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, আরিশার গ্রামের বাড়ি খুলনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়কের সঙ্গে পরিচয় তার। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখাও করেছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

আরশি এর আগেও একটি বিয়ে করেছেন। তার স্বামী একজন ফুড ব্লগার। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরশির একাধিক ছবি ফাঁসের পর আরিশার প্রথম সংসার নিয়েও আলোচনা চলছে। যদিও সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিয়ে প্রসঙ্গে নোবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আরিশার সঙ্গে বিয়ের খবর প্রকাশ করবেন এই গায়ক।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক।

বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। সেসময় এই গায়কের স্ত্রী অভিযোগ করেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।’

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x