23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

বাংলা সিনেমায় অভিনয় করবেন রাশমিকা?

বিনোদনবাংলা সিনেমায় অভিনয় করবেন রাশমিকা?
খবরটি শেয়ার করুন

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাতি পাওয়া অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়ে ছড়িয়ে যাচ্ছেন মুগ্ধতা। পাশাপাশি তার মিষ্টি হাসিতে জয় করে নিয়েছেন অগণিত মানুষের মন। দক্ষিণী সব নায়িকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করে ফেলেছেন এই নায়িকা। তবে তা চলচ্চিত্রে নয়, শীর্ষস্থান দখলে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ২০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে। এর আগে এতো পরিমাণ ইনস্টাগ্রাম অনুসারী আর কোনো দক্ষিণের নায়িকা অর্জন করতে পারেনি। এতে রাশমিকা পেছনে ফেলেছেন তুমুল জনপ্রিয় পূজা হেগড়ে, রাকুল প্রীত সিং ও কিয়ারা আদভানির মতো তারকাদের।

জনপ্রিয় এই নায়িকা এবার বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন- এমনই গুঞ্জন ছড়িয়েছে নেট দুনিয়ায়। আর সে গুঞ্জনের সূত্রটা এসেছে অভিনেত্রীর কাছ থেকেই।

ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকা একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা গেল শাড়ি পরা অবস্থায়। তার গলায় হার, মাথায় টিকলি আর চোখে-মুখে বাঙালিয়ানার ছাপ। ঠিক যেন বাঙালি কোনো বধূ। এই ছবির ক্যাপশনে রাশমিকা লিখেছেন, এখন আমি সত্যি একটি বাঙালি চরিত্রে অভিনয় করতে চাই।

এরপর থেকেই দুই বাংলায় সহ নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে, রাশমিকা বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বাংলা সিনেমায় অভিনয়ের প্রস্তাব তিনি পেয়েছেন। হয়ত শিগগির নামও লিখিয়ে ফেলবেন।

কিছু দিন আগে তিনি নাম লিখিয়েছেন বলিউডে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি সিনেমা করছেন সুদর্শনা এ অভিনেত্রী।

এদিকে মুক্তির প্রতীক্ষায় রয়েছে রাশমিকার বহুল আলোচিত একটি সিনেমা ‘পুষ্পা’। এতে তিনি অভিনয় করেছেন সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে। এখন আদৌ কি বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি, তা হয়তো সময়ই বলে দিবে।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x