23.8 C
Los Angeles
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

‘বাধ্য হয়েই ইউটিউবে কাজ করছি’

বিনোদন‘বাধ্য হয়েই ইউটিউবে কাজ করছি’
খবরটি শেয়ার করুন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা তিনি। চলতি মাসে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘অসম্ভব’ মুক্তি পেয়েছে। এছাড়া ‘দেয়ালের দেশ’ ও ‘মানুষের বাগান’ নামে আরও দুটো সিনেমার শুটিং শেষ করলেও টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে দেশীয় একটি গনমাধ্যমের সাক্ষাৎকারে এই কথা জানান স্বাগতা। তিনি বলেন, এখন ইউটিউবের নাটকেই বেশি সময় দিচ্ছি। নতুন এ মাধ্যমে ব্যস্ত হতে পেরে ভালোই লাগছে। দেখুন টিভিতেই তো একসময় বেশি অভিনয় করেছি। হয়তো চ্যানেলওয়ালারা আমাদের ভিউ নেই বলে নাটকে নিচ্ছে না। এ কারণে বাধ্য হয়েই ইউটিউবে কাজ করছি। কিন্তু আমাদের দর্শকগ্রহণযোগ্যতা এখনও আছে বলেই ইউটিউব চ্যানেলগুলো আমাদের নিয়ে নাটকের কাজে আগ্রহী হচ্ছে।

তিনি আরো বলেন, ইউটিউবের জন্য এরই মধ্যে ‘ডিভোর্সি মেয়ে’, ‘গরিবের মেয়ে’, ‘বউ যখন চোর’, ‘চোরের মার বড় গলা’ নাটকগুলো করেছি। এগুলো সবই মিলিয়ন ভিউর নাটক। চ্যানেল কর্তৃপক্ষ কমেডিয়ানদের দিয়ে অভিনয় করাবে কিন্তু প্রকৃত অভিনয়শিল্পীদের জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে না– এটাই আফসোস।

আরও খবর পড়ুন

Check out other tags:

পাঠকের পছন্দ

x