বান্ধবীদের গোপন ভিডিও এক এক করে বন্ধুকে পাঠাতেন তরুণী

নারী হোস্টেলের বাসিন্দাদের গোসল এবং কাপড় বদলানোর ছবি ও ভিডিও বন্ধুকে পাঠিয়ে অবশেষে আটক হয়েছেন স্নাতকপড়ুয়া এক ছাত্রী। ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে এ ঘটনা ঘটে।
পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের নারী হোস্টেলের বাসিন্দাদের গোপন ভিডিও নিয়ে যখন হৈচৈ চলছে; তখন মাদুরাইয়ের ঘটনা প্রকাশ্যে আসায় পড়ে গেছে মহা শোরগোল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রীর নাম কালীশ্বরী। তিনি মাদুরাইয়ের একটি বেসরকারি কলেজে বিএড পড়ছেন। কালীশ্বরী সব ভিডিও তার বন্ধু আশিককে পাঠাতেন। বছর তিনেক আগে আশিকের বিয়েও হয়েছিল। তার নিজের ক্লিনিক রয়েছে। তাদের দুজনের সম্প্রতি বন্ধুত্ব হয়।

পুলিশ আরো জানায়, কালীশ্বরীকে হোস্টেলের বাসিন্দাদের গোপন ভিডিও বানানোর জন্য চাপ দিতেন আশিক। কালীশ্বরী লুকিয়ে লুকিয়ে সেখানকার বাসিন্দাদের গোসল এবং কাপড় বদলানোর ভিডিও করে এক এক করে আশিককে পাঠাতেন। কিন্তু কালীশ্বরীর আচরণে একদিন সন্দেহ হয় হোস্টেলের এক বাসিন্দার। সেই সন্দেহেই কালীশ্বরীর মোবাইল থেকে একাধিক গোপন ভিডিও এবং ছবি উদ্ধার হয়।

এরপর হোস্টেল থেকে অভিযোগ পেয়ে মাদুরাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। তখনই আশিকের কথা প্রকাশ্যে আসে এবং তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

এর আগে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের নারী হোস্টেলের বাসিন্দাদের গোসলের ভিডিও প্রেমিককে পাঠানোর অভিযোগ ওঠে ওই হোস্টেলেরই এক তরুণীর বিরুদ্ধে। সে ঘটনা প্রকাশে আসার পর আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় পুরো চণ্ডীগড় উত্তাল। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

16
6
3
5

Posts

প্রধান পৃষ্ঠপোষক: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি),মাননীয় সংদ সদস্য ঢাকা ১৬,
প্রধান উপদেষ্ঠা: সাইদুর রহমান রিমন, সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন
চেয়ারম্যান ও প্রকাশক: মোঃ মাসুদ রানা (জিয়া), সহকারি সম্পাদক, দৈনিক অগ্নিশিখা,
সম্পাদক: শাহাজাদা শামস ইবনে শফিক
সহ-সম্পাদক: মোঃশরিফুল ইসলাম (রবিন)

সম্পাদকীয় কার্যালয়
১২০/এ মতিঝিল বা/এ, ৪থ তলা, সুইট-৪০২, ঢাকা- ১০০০
বার্তা কক্ষ : ০১৬৪২০৭৮১৬৪
বিজ্ঞাপনের জন্য : ০১৬৮৬৫৭১৩৩৭
Gmail:banglarrazpratidin@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by banglarraz24.com © 2022
x

Contact Us