নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪৪ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ১১১০৭ ভোট পেয়ে রেডিও মার্কা নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে জনাব মিজানুর রহমান ইমন।
সে ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ এর দীর্ঘ মেয়াদী সফল সভাপতি মরহুম জনাব নিজাম উদ্দিন সাহেবের বড় ছেলে।
তার বাবা নিজাম সাহেবের এই এলাকার রাজনীতিতে অনেক অবদান ছিল। এলাকার মানুষের বিপদে আপদে সকলের পাশে থাকতেন তিনি। আর সে জন্যই তাকে কাউন্সিলর নির্বাচিত করেছিল জনগণ।
গত এপ্রিল মাসে সাবেক কাউন্সিলর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করলে পদটি শূণ্য হয়। সেই শূন্যতা পূরণের জন্য এলাকাবাসী মরহুম নিজাম উদ্দিন সাহেব এর সুযোগ্য পুত্র ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, জনগণের বন্ধু, সাহসী তরুণ জনাব মিজানুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছে জনগণ। ভোটারা বলেন নব নির্বাচিত কাউন্সিলর তার বাবার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে।